করোনা শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৬ মে ২০২১

দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় শনাক্তকৃত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

বিগত সাত দিনের সংক্রমণ পরিস্থিতিতে দেখা যায়, গত ২২ মে নমুনা পরীক্ষার হিসাবে শনাক্ত রোগীর হার চার শতাংশের কিছু বেশি, পাঁচ শতাংশের নিচে ছিল। কিন্তু মঙ্গলবার (২৫ মে) শনাক্তের হার ১০ শতাংশ ছাড়িয়েছে।

বুধবার (২৬ মে) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত অধিকাংশ রোগী বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠেন। তবে সংক্রমণ তীব্র হলে হাসপাতালে ভর্তি হতে হয়।

ডা. নাজমুল ইসলাম জানান, এ মুহূর্তে রাজধানীসহ সারাদেশে হাসপাতালে সাধারণ ও আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নাজেল ক্যানুলা এবং অক্সিজেন কনসেনট্রেটরের পর্যাপ্ত মজুদ রয়েছে।

ঢাকা মহানগরীর হাসপাতালের বর্তমানে অবস্থা তুলে ধরে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, ঢাকা মহানগরীতে বর্তমানে পাঁচ হাজার শয্যা রয়েছে। সোমবার (২৪ মে) দেখা গেছে পাঁচ হাজার বেডের মধ্যে চার হাজার ৩৯১টি শয্যা ফাঁকা। বর্তমানে হাসপাতালে রোগীর চাপ কম থাকলেও স্বাস্থ্যবিধিগুলো মেনে না চললে এ চিত্রটি বদলে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

এ সময় সবাইকে দায়িত্বপূর্ণ আচরণ, তথা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সর্তকতা অবলম্বন করতে বলা হয়। অন্যথায় শনাক্তের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান ডা. নাজমুল ইসলাম।

এমইউ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।