টাইমের বর্ষসেরা মেরকেল


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। বুধবার তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব খেতাব দেয়ার ঘোষণা দিয়েছে টাইম ম্যাগাজিন। টাইমের চলতি বছরের চূড়ান্ত সংখ্যার প্রচ্ছদে শোভা পাবে বিশ্বের প্রভাবশালী এ নারীর। যদিও অনলাইন সংস্করণেই প্রচ্ছদটি প্রকাশিত হয়েছে।

সাময়িকীটির ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস জানান, ২০১৫ সালে সীমান্ত খুলে লাখো শরণার্থীকে আশ্রয় দেয়া, ইউরোপের ঋণ সংকট, ইউক্রেন-রাশিয়া উত্তেজনা ও প্যারিস হামলা ইস্যুতে ইউরোপীয় নেতা হিসেবে দক্ষ নেতৃত্ব তাকে এ সম্মান এনে দিয়েছে।

Time

সাময়িকীটির বিবেচনায় এবারের বর্ষসেরা ব্যক্তিত্বদের মধ্যে মেরকেলের পর ক্রমানুসারে রয়েছেন জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদী, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী মুসলমানদের নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যকারী ডোনাল্ড ট্রাম্প, অধিকার সংগঠন ব্ল্যাক লাইভস ম্যাটারের কর্মী এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।