করোনায় চমেকের সাবেক সহযোগী অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৪ জুলাই ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ মোস্তফা কামাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. মোস্তফা কামাল চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজ্জুরী গ্রামের স্কুল শিক্ষক আবু তাহেরের ছেলে। চমেক হাসপাতাল থেকে অবসর নেয়ার পর তিনি চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা দুইজনেই চিকিৎসক বলে জানা গেছে।

ডা. মোস্তফা কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জাগো নিউজকে বলেন, প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে বিএমএ চট্টগ্রামের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মিজানুর রহমান/এমএসএম/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।