নিবন্ধন করেও এসএমএস না পাওয়ার কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

করোনার টিকা গ্রহণের জন্য নিবন্ধনকারীর সংখ্যার তুলনায় টিকাদানকেন্দ্রগুলোতে দৈনিক টিকা প্রদানের হার কম হওয়ায় ক্ষুদে বার্তা (এসএমএস) পেতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘বিদ্যমান কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক টিকা দেয়া সম্ভব হচ্ছে না। কারণ টিকাদান কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক টিকাদানকারীর ভিড় হলে সংক্রমণের ঝুঁকি থাকে। তবে কীভাবে অধিক সংখ্যক মানুষকে টিকা দেয়া যায় সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সিনোফার্মের সঙ্গে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যে চুক্তি হয়েছে সে চুক্তির আওতায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস টিকা রিফিল করবে। এজন্য তারা তিন মাস সময় চেয়েছে বলে তিনি জানান।

এমইউ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।