টুঙ্গিপাড়ায় সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৫:৫২ এএম, ০৬ জানুয়ারি ২০২২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাডে ১ হাজার ৫০০ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মো. নুরুল আনওয়ার, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।