চালের দাম কমাতে অভিযান, দুই মজুতদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

চালের বাজারে স্থিতিশীলতা আনতে অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। বুধবার (১৬ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় চালানো অভিযানে দুই মজুতদারকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, এনএসআই ও জেলা প্রশাসনের টাস্কফোর্স অভিযান চালায়। অভিযান চলাকালে আনসার আলী নামে এক লাইসেন্সবিহীন আড়তদারের কাছে ২৭৭ টন ধানের গোপন মজুত পাওয়া যায়। স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুত করা ধান আগামী একদিনের মধ্যে বাজারজাত করার আদেশ দেওয়া হয়।

একইভাবে ওই উপজেলার আব্দুল হান্নান নামের আরেক লাইসেন্সবিহীন আড়তদারের গুদামে অভিযান চালানো হয়। এসময় তার গোপন গুদামে ১৭ দশমিক ৫ টন ধানের অবৈধ মজুত পাওয়া যায়। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তাকেও এ ধান আগামী একদিনের মধ্যে বাজারজাত করার আদেশ দেওয়া হয়।

আরএমএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।