আর্মি গল্ফ ক্লাবে প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৭ মে ২০২২

ঢাকা সেনানিবাসে আর্মি গল্ফ ক্লাবে আনুষ্ঠানিকভাবে ‘ষষ্ঠ ওয়ালটন প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২২’ এর উদ্বোধন হয়েছে।

শুক্রবার (২৭ মে) বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও আর্মি গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

এ সময় ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), আর্মি গল্ফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ নূর জিলানী (অব.), প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল এস এম শওকত আলী (অব.) এবং অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অ্যামেচার গল্ফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭৫০ জন খেলোয়াড় অংশ নেবেন বলে আর্মি গল্ফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশ নিচ্ছেন। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এইচএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।