হাটহাজারীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২১ পিএম, ১৫ জুলাই ২০২২
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

শুক্রবার (১৫ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে হাটহাজারী থানার চৌধুরীহাট শিকদারপাড়া আলী খান চৌকিদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— ওই গ্রামের মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান (৭) ও ইসরাতের ফুফাতো বোন হাটহাজারির ফতেয়াবাদ সন্দ্বীপ কলোনির মো. রাসেলের মেয়ে সুবর্ণা (৭)।

নিহত ইসরাতের চাচা মোহাম্মদ আলম জাগো নিউজকে বলেন, ইসরাত আমার ভাইয়ের মেয়ে, সুবর্ণা আমার বোনের মেয়ে। তারা বেড়াতে এসেছিল। আজ দুপুর ১২টার দিকে মামাতো ফুফাতো বোন খেলছিল। খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির লাগোয়া পুকুরে নামে তারা। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুর জাল ফেলা হলে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে বলেন, শুক্রবার দুপুরে হাটহাজারি এলাকা থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।