শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি


প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

বেআইনিভাবে বন্ধ করা কারখানা চালু, বকেয়া বেতন পরিশোধ ও শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তামিসনা ফ্যাশনওয়্যার লিমিটেড কারখানার বয়স চার বছর অতিক্রম হলেও শ্রমিকদের নিয়োগপত্র ও সার্ভিসবুক দেওয়া হয়নি। গত মাসের ১২ তারিখে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শককে লিখিতভাবে এ বিষয়ে অভিযোগ জানানোর পরিপেক্ষিতে আইডি কার্ড দেয়া হলেও এখনো পর্যন্ত নিয়োগপত্র এবং সার্ভিসবুক দেওয়া হয়নি।

সরকারি দপ্তরে অভিযোগ করার জন্য অভিযোগকারী শ্রমিকদের একদল সন্ত্রাসী জীবননাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয় মানববন্ধন থেকে।  

আয়োজক সংগঠনের সভাপতি অ্যাড. মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, শ্রমিক নেতা জিয়াউল কবির খোকন প্রমুখ।

এএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।