সাকিব-মুশফিকদের অভিনন্দনে সিক্ত মিরাজরা


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দারুণ এক জয় তুলে প্রথমবারের মত আইসিসির কোন টুর্নামেন্টে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করলো বাংলাদেশ। এর আগে যুব কিংবা মূল বিশ্বকাপ- সবস্থানেই বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ছিল কোয়ার্টার ফাইনাল। মেহেদি হাসান মিরাজরাই প্রথম সেমিফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করলো। দেশকে এমন গৌরব এনে দেওয়ায় অভিনন্দনে সিক্ত হচ্ছেন টাইগার জুনিয়ররা।

যুব টাইগারদের জয়ে উচ্ছ্বসিত হয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেপালকে পরাজিত করে টাইগার জুনিয়ররা সেমিফাইনালে!’

দেশসেরা ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ ছেলেদের দারুণ জয়ে অনেক অভিনন্দন!’

বাংলাদেশ দলের সাদা জার্সির অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘চমৎকার এক জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল!  অভিনন্দন!’

ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার এবং একমাত্র সেঞ্চুরিয়ান (টানা দুই ম্যাচে) মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘বিশ্বকাপে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফানালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ছয় উইকেটে হারিয়েছে তারা। অভিনন্দন যুব টাইগারদের আমাদের গর্বিত করার জন্য!’

হালের অন্যতম সেনসেশন ফাস্ট বোলার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্ যুব টাইগাররা সেমিফাইনালে। ওয়েল ডান বয়েস!’

আরটি/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।