চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও ফেনসিডিলসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ি ও হাদিনগর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে অস্ত্র ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে আতিকুল ইসলাম (২৭), জাহাঙ্গীর হোসেনের ছেলে জোবদুল হক (৩০) ও হাদিনগর গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী দুলালী বেগম (৪০)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা এএসপি অলক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত পৌনে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার দৌলতবাড়ি এলাকায় অভিযান চালিয়ে জোবদুল ও আতিকুলকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে একই উপজেলার হাদিনগর গ্রামে অভিযান চালিয়ে দুলালীকে ৬২১ বোতল ফেনসিডিলসহ আটক করে র্যাব। আটকদের রোববার সকালে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুল্লাহ/এসএস/এমএস