পরমাণু শক্তি কেন্দ্রের ‘শ্রেষ্ঠ গবেষক’ পুরস্কার পেলেন দুজন
পরমাণু শক্তি কেন্দ্রের শ্রেষ্ঠ গবেষকদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়েছে। নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধের জন্য ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সফিউর রহমান ও ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান যৌথভাবে এ পুরস্কার ও সম্মাননা পান।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রের গবেষণাগারে ২০২১-২২ অর্থবছরে সম্পাদিত গবেষণা প্রবন্ধসমূহের মধ্যে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও পুরস্কার দেওয়ার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. আজিজুল হক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্রতিযোগিতামূলক গবেষণায় অংশ নেওয়ায় তাদের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর গবেষণা কাজ করে জাতির উপকার করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এইচএস/জেএস/জেআইএম