ডিএমপির ৫ থানায় নতুন ওসি


প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে ডিএমপি কমিশনারের এক আদেশে ঢাকার বিভিন্ন বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। তিনি জানান, গোয়েন্দা উত্তর বিভাগের ইন্সপেক্টর সৈয়দ সহিদ আলমকে রূপনগর থানার ওসি হিসেবে রেজাউল হাসানের স্থলাভিষিক্ত করা হয়েছে।

একইভাবে গোয়েন্দা উত্তর বিভাগের ইন্সপেক্টর মো. আনিছুর রহমানকে যাত্রাবাড়ী থানায়, গোয়েন্দা দক্ষিণ বিভাগ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেনকে শাহআলী থানায়, বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম মোল্যাকে শাহজাহানপুর থানা, উত্তরখান থানার ওসি মো. ইউনুস আলীকে ডিবি পশ্চিম বিভাগে, বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ সিরাজুল হক উত্তর খান থানায় ওসি হিসেবে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

রূপনগর থানার ওসি মো. রেজাউল হাসানকে গোয়েন্দা দক্ষিণ বিভাগে শাহজাহানপুর ওসি মো. মেহেদী হাসানকে গোয়েন্দা উত্তর বিভাগ, যাত্রাবাড়ি থানার ওসি অবনি শংকর করকে গোয়েন্দা উত্তর বিভাগে সংযুক্ত করা হয়েছে ইন্সপেক্টর হিসেবে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানান তিনি।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।