বাবুল হত্যাকারীদের বিচারের দাবি
চা বিক্রেতা বাবুল মাতুব্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণফ্রন্ট এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, গত ৪ ফেব্রুয়ারি শাহআলী থানার গুদারাঘাট এলাকায় একদল পুলিশ চা বিক্রেতা বাবুল মাতুব্বরের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় এক পর্যায়ে পুলিশ লাঠি দিয়ে কেরোসিনের স্টোভে সজোরে আঘাত করলে বাবুলের সারা শরীরে আগুন লেগে যায়। এই ঘটনায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন বাবুল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বক্তারা আরও বলেন, আজ বাংলাদেশে জীবন গরিবের জন্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী একে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন। কিন্তু এটা যে কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, তা জনগণ বিশেষ করে মেহনতি গরিব জনগণ তা টের পাচ্ছে। পুলিশের চাঁদাবাজি, আটকাবস্থায় নির্যাতন, বন্দুকযুদ্ধের নামে হত্যা বন্ধ করার দাবিও জানান তারা।
জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সসম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক গণতান্ত্রিক গণমঞ্চের মাসুদ খান, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন প্রমুখ।
এএস/এসকেডি/আরআইপি