রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ অাটক ২৯
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ হতে মোট ১৩ শ’ ৩১ পিস ইয়াবা, ১১০ গ্রাম ওজনের ২০০ পুরিয়া হেরোইন, ৩ কেজি গাঁজা, ২৯ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপি’র জনসংযোগ বিভাগের এডিসি এসএম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপু্র, রমনা, লালবাগ, গুলশান, উত্তরা, মতিঝিল, ওয়ারী থানা ও ডিবি দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেইউ/একে/এবিএস