রাজধানীতে বিপুল পরিমাণ মাদকসহ অাটক ২৯


প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ হতে মোট ১৩ শ’ ৩১ পিস ইয়াবা, ১১০ গ্রাম ওজনের ২০০ পুরিয়া হেরোইন, ৩ কেজি  গাঁজা, ২৯ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

ডিএমপি’র জনসংযোগ বিভাগের এডিসি এসএম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপু্র, রমনা, লালবাগ, গুলশান, উত্তরা, মতিঝিল, ওয়ারী থানা ও ডিবি দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেইউ/একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।