বাবুল হত্যাকাণ্ডের দ্বিতীয় তদন্ত প্রতিবেদন জমা
শাহ আলী এলাকার চা দোকানি বাবুল ‘হত্যা’র ঘটনায় দ্বিতীয় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের মিরপুর বিভাগ। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. কাইয়ুমুজ্জামানের কাছে এই রিপোর্ট হস্তান্তর করা হয়।
তদন্ত কমিটিতে ছিলেন- পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত ডিসি মাসুদ আহমেদ এবং সহকারী কমিশনার (এসি) মাহবুব হোসেন।
ডিএমপির মিডিয়া অ্যান পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মো. মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রতিবেদনে কারো বিষয়ে অভিযোগের সত্যতা মিলেছে কিনা এ বিষয়ে জানাননি তিনি।
এর আগে বুধবার মিরপুরের শাহ আলীতে চাঁদা না পেয়ে বাবুলকে আগুন দিয়ে হত্যার অভিযোগ ওঠে পুলিশ ও সোর্সের বিরুদ্ধে। এ ঘটনায় শাহ আলী থানার ওসিসহ ৬ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পরদিন ডিএমপি হেডকোয়ার্টার্স এবং মিরপুর বিভাগ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে।
এআর/এসএইচএস/আরআইপি