একুশ বসন্তের ভালোবাসায় সেজেছে দেশী দশ
বাঙালি সব সময়ই ফ্যাশনপ্রিয়। আর সেটা যদি হয় কোনো উপলক্ষ তাহলে তো কথাই নেই। চলছে ফেব্রুয়ারি, মহান ভাষার মাস। গোটা জাতির জন্য বিশেষ বার্তা নিয়ে আসে এ মাসটি। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এ মাসে, পাশাপাশি বাঙালির আরেক উৎসব পহেলা ফাল্গুন বা বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস রয়েছে মাসটিতে। তাই ফ্যাশন হাউজগুলোর পাশাপাশি শপিংমলগুলোতে শুরু হয়েছে বিশেষ আয়োজন। আর এ ফ্যাশন রসিক বাঙালির চাহিদার কথা চিন্তা করেই এগিয়ে যাচ্ছে ফ্যাশন হাউজ সমন্বয়ক ‘দেশী দশ’।
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারে দেশী দশ ঘুরে দেখা যায়, মহান একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে নতুন নতুন পোশাক নিয়ে। অন্যদিকে যেন বসন্ত ভালবাসায় সাজানো হয়েছে ফ্যাশনের জগতে সুপরিচিত নাম দেশী দশকে। ১৩ ফেব্রুয়ারি (শনিবার) পহেলা ফাল্গুনে বসন্ত উৎসবকে কেন্দ্র করেও নানা পোষাকের পসড়া বসানো হয়েছে। পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি (রোববার) বিশ্ব ভালোবাসা দিবসের জন্য বিশেষ আয়োজন তো রয়েছেই। 
দেশী দশের নগরদোলার স্টলে দায়িত্বরত ম্যানেজার নুসরাত জাহান জাগো নিউজকে জানান, ফাল্গুনের জন্য এবার বিশেষ পোশাক এনেছেন তারা। এর মধ্যে রয়েছে- ফাল্গুনের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবিসহ রয়েছে নানা পোশাক।
মহান একুশে ফেব্রুয়ারি ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে বিশেষ অফার না থাকলেও গত জানুয়ারি মাসজুড়ে বিভিন্ন ছাড়ে পোশাক বিক্রি করেছেন তারা। এছাড়া গত বছর ফেব্রুয়ারি মাসে অনেক ভালো বিক্রি হয়েছে উল্লেখ করে এ বছরও ভালো বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশী দশ থেকে কেনাকাটা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকাইয়া ইসলাম জানান, বিশেষ দিবসগুলোতে দেশী দশের কালেকশন ভালো। একুশের থ্রী-পিস ও বসন্তের শাড়ি কিনেছি।
এদিকে দেশী দশের আরেক ফ্যাশন হাউজ ‘অঞ্জনস’ ঘুরে দেখা যায়, তারাও ফেব্রুয়ারি মাসে বিশেষ দিবসের কথা চিন্তা করে বিশেষ আয়োজন রেখেছেন ক্রেতাদের জন্য।
অঞ্জনস-এর ইনচার্জ আবদুল আলীম জাগো নিউজকে জানান, প্রতিবছর এমন উৎসবে নতুন নতুন কালেকশন নিয়ে আসেন তারা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত বছরের চেয়ে এবার আরো পাঁচগুণ বেশি পোশাক এনেছেন তারা। 
তিনি বলেন, বিশেষ কোনো অফার না থাকলেও মধ্যবিত্তদের কথা বিবেচনা করে ফতুয়া, সেলোয়ার কামিজ, পাঞ্জাবিসহ নানা পোষাক নিয়ে আসা হয়েছে।
দেশী দশের আরেকটি ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’। একুশে ফেবুয়ারি ও ফাল্গুনকে সামনে রেখে নতুন নতুন কালেকশন এনেছেন তারা। ফ্যাশন হাউজটিতে এক হাজার পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ তিন হাজার দুইশ` পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে উন্নতমানের পাঞ্জাবি। এছাড়া ভালো মানে থ্রী-পিচ দুই হাজার দুইশ` টাকা থেকে তিন হাজার পাঁচশ` টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউজটিতে।
পাশাপাশি দেশাল, বাংলার মেলা ও সৃষ্টিসহ অন্যান্য ফ্যাশন হাউজেও ফেব্রুয়ারির বিশেষ দিন উপলক্ষে হরেক রকমের পোশাকের পসড়া সাজিয়েছে তারা।
এমএম/আরএস/পিআর