কলকাতা নাইট রাইডার্সের মেরুদণ্ড সাকিব


প্রকাশিত: ০৬:২৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবের শুরু ২০১১ সালে। এরপর নাইটদের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছেন তিনি। দু’বার বলিউড বাদশাহকে উপহার দিয়েছেন আইপিএলের শিরোপা। এবারও কেকেআরের হয়ে মাঠ মাতাবেন টাইগার এই তারকা। আর বাংলাদেশের ও বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স মেরুদণ্ড হিসাবে বিবেচনা করেছে।

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফ্যান পেইজে সাকিব আল হাসানের বেশকিছু ছবি সম্বলিত একটি জিআইএফ ফরম্যাটের একটি ইমেজ প্রকাশ করেছে। যেখানে সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্সের মেরুদণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, `হি ইজ এ পাওয়ার প্লেয়ার এন্ড ব্যাকবোন অফ নাইট।`

কেকেআর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অহ্কিত রাজপুত, ব্র্যাড হগ, ক্রিস লিন, কলিন মুনরো, জ্যাসন হোল্ডার, জয়দেব উনাদকঢ়, জন হেস্টিংস, কুলদীপ যাদব, মনন শর্মা, মণীশ পাণ্ডে, মরনে মরকেল, পীযূষ চাওলা, আর সতীশ, রবিন উত্থাপ্পা, সাকিব আল হাসান, শেল্ডন জ্যাকসন, সুনীল নারিন, সূর্যকুমার যাদব, উমেশ যাদব এবং ইউসুফ পাঠান।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।