বইমেলায় নুরুল হকের ‘দুগ্ধবতী জলের নদী’
অমর একুশে বইমেলা-২০১৬ কবি নুরুল হকের সপ্তম কাব্যগ্রন্থ `দুগ্ধবতী জলের নদী` প্রকাশ হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে রাম শংকর দেবনাথের বিভাস প্রকাশন থেকে। চারফর্মার বইটির প্রচ্ছদ শিল্পী মোমিন উদ্দিন খালেদ।
কবি নুরুল হক আশির দশকের অন্যতম আলোচিত একজন কবি। তার কবিতায় উঠে এসেছে প্রেম, প্রকৃতি, দ্রোহ- বিদ্রোহ ও নিসর্গের কথা। কবি শিল্প ব্যঞ্জনায় ফুটিয়ে তোলেন কাব্যপঙক্তি। ব্যবহার করেছেন বহুমাত্রিক ছন্দ। লিখে চলছেন সনেটগুচ্ছ।
বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের বিভাস প্রকাশনের ৩৪১-৩৪২ নং স্টলে।
এইচএন/পিআর