৩০০ কোটিতে ঘুরপাক খাচ্ছে লেনদেন


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। এদিন উভয় বাজারেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর বাড়লো। তবে ডিএসইতে গত পাঁচ কার্যদিবস ধরে তিনশ কোটি টাকার ঘরে ঘুরপাক খাচ্ছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে বাজারে লেনদেন প্রবাহ কমছে গেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএস৩০ সূচক  ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা বা ৭ দশমিক ১৮ শতাংশ বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি টাকা।

ডিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসই ৫০ সূচক দশমিক ৫২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭০৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১০৮ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৯৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৭টির, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৮ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।