বিমান বাহিনীর বিভিন্ন কোর্সের সনদ বিতরণ
বাংলাদেশ বিমান বাহিনীর ১০০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রাজীউর রহমান ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার প্রশিক্ষণ উত্তীর্ণ কর্মকর্তাদের মধ্যে এই সনদপত্র ও ট্রফি প্রদান করেন।
বুধবার বিমান বাহিনীর ‘ফ্যালকন’ হলে বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান এই কোর্সে ছাত্র-অফিসার প্রেরণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকারকে ধন্যবাদ জানান।
এছাড়াও ভবিষ্যতেও তারা নিজ দেশের ছাত্র-অফিসারদের প্রেরণ অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৩ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ১ জন, বাংলাদেশ নৌবাহিনীর ১ জন, নাইজেরিয়ান বিমান বাহিনীর ১ জন এবং শ্রীলংকা বিমান বাহিনীর ১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এআর/একে/আরআইপি