মাসুম আজিজের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৭ অক্টোবর ২০২২

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় মেয়র আতিক বলেন, অভিনেতা মাসুম আজিজ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন গুণী অভিনেতা। তিনি তার বহুমাত্রিক অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয়ে দীর্ঘকাল বেঁচে থাকবেন। তার মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।

শোকবার্তায় ডিএনসিসি মেয়র মরহুম মাসুম আজিজের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এমএমএ/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।