এসএসসি পরীক্ষা ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরতের নির্দেশ


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

দিনাজপুর শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত প্রদানের জন্য লালমনিরহাট জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশ প্রদান করেছেন। গত ৪ ফেব্রুয়ারি ওই শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ নিদের্শ প্রদান করেন।

তবে সাত দিন অতিবাহিত হলেও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো টাকা ফেরত দেয়নি বলে অভিবাভক ও ছাত্র/ছাত্রীরা অভিযোগ করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের তথ্যনুযায়ী, লালমনিরহাট জেলা সদরের গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মোগলহাট উচ্চ বিদ্যালয়, কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়, বত্রিশ হাজারী উচ্চ বিদ্যালয়, সেলিম নগর সুফিয়া খাতুন উচ্চ বিদ্যালয়, দুরাকুটি উচ্চ বিদ্যালয়, রাজপুর উচ্চ বিদ্যালয়, সির্ন্দুরমতি উচ্চ বিদ্যালয়, ত্রিশামত হারাটি উচ্চ বিদ্যালয়, দেওতির হাট উচ্চ বিদ্যালয়, হীরামানিক উচ্চ বিদ্যালয়, লোহাকুচি উচ্চ বিদ্যালয়, গোকুন্ডা উচ্চ বিদ্যালয়, কালমাটি আদর্শ উচ্চ বিদ্যালয়, খুনিয়াগাছ এস সি উচ্চ বিদ্যালয়, কুলাঘাট উচ্চ বিদ্যালয়, মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসা, নয়ারহাট দাখিল মাদ্রাসা, কাশিপুর উচ্চ বিদ্যালয়, আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মহিষখোচা বালিকা উচ্চ বিদ্যালয়, নামুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, পলাশী দ্বী-মুখী উচ্চ বিদ্যালয়, মহিষখোচা ডিএস দাখিল মাদ্রাসা, কালিগঞ্জ উপজেলার কাকিনা বালিকা উচ্চ বিদ্যালয়, খন্ডরচড়া উচ্চ বিদ্যালয়, বাণীনগর উচ্চ বিদ্যালয়, শিয়ালখাওয়া উচ্চ বিদ্যালয়, এ এম রথবাড়ী উচ্চ বিদ্যালয়, হাতীবান্ধা উপজেলার আমঝোল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডাউয়াবাড়ী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ভেলাগুড়ি দাখিল মাদ্রাসা, পাটগ্রাম উপজেলার পাটগ্রাম টি,এন উচ্চ বিদ্যালয়, কচুয়ারপাড় উচ্চ বিদ্যালয়, পানবাড়ী উচ্চ বিদ্যালয়, ধবলগুড়ি উচ্চ বিদ্যালয়, কালীরহাট উচ্চ বিদ্যালয়, জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয় এবং শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় করে। বিদ্যালয়গুলো ফরম পূরণের জন্য প্রতি এক শত থেকে দুইশত ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করে।

শিক্ষা বোর্ডের নির্দেশ পাওয়ার পর পাটগ্রাম উপজেলার অভিযুক্ত বিদ্যালয়গুলো মোট সাত শতাধিক শিক্ষার্থীর অভিভাবকদের টাকা ফেরত দিয়ে স্বাক্ষর নেন বলে জানা গেছে।

এদিকে খোঁজ খবর নিয়ে জানা গেছে, দুই একটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো টাকাই ফেরত প্রদান করেনি।

লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে অনেক বিদ্যালয় টাকা ফেরত দিয়েছে। যারা এখনো টাকা ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে আগামী রোববার এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

রবিউল হাসান/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।