জ্বালানি তেলের দাম কমানোর দাবি


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

জ্বালানি তেলের দাম কমানো এবং রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম ১২০ ডলার ছিল, তখন দেশীয় বাজারে তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু এখনো আন্তর্জাতিক বাজারে ২০ থেকে ২২ ডলারে বিক্রি হলেও দেশীয় বাজারে এখনো ১২০ ডলারেই জ্বালানি তেল বিক্রি হচ্ছে।

তিনি বলেন, একটি সরকার যখন জনমানুষের জন্য কাজ করে তখন সেই সরকারকে গণতান্ত্রিক সরকার বলা হয়, কিন্ত বর্তমান সররকার জনমানুষের হয়ে কাজ না করে মুষ্টিমেয় মানুষের জন্য কাজ করছে। যার ফলে দেশের সকল সম্পদ মুষ্টিমেয় মানুষের হাতে চলে যাচ্ছে। এর কারণে সমাজে নানা রকম দুর্যোগের সৃষ্টি হচ্ছে।

রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, রেলের অনিয়ম, দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা দূর না করে বছর বছর ভাড়া বৃদ্ধি করে রেলকে লাভজনক বা লোকসান কমানো কোনভাবেই সম্ভব নয়।

একই সময়ে রেলের ভাড়া বাড়ানোর গণবিরোধী অপতৎপরতা বন্ধ এবং বিদ্যুৎসহ জ্বালানীর মূল্যবৃদ্ধির অপতৎপরতা রুখে দেয়ার আহ্বান জানিয়ে সমাবেশ করেছে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি।

অন্য দিকে, গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ বাজার দরের সাথে সংগতি রেখে মজুরি কাঠামো নির্ধারনের দাবি জানিয়েছে বাংলাদেশ ও এসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন।

এএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।