কর্মচারীর নাতির বিয়েতে রাবির বাস


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বাস বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর নাতির বিয়েতে ব্যবহার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে বিয়ের কাজে বাসটি ব্যবহার করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহনের কাজে ব্যবহৃত (রাজ মেট্র, ঝ-১১-০০০৩) বাসটি দুপুর দেড়টার দিকে দেখা যায় বিনোদপুরের মির্জাপুর এলাকায়। বাসে চেপে বরযাত্রীরা কনে আনতে যাচ্ছেন। ছেলের বিয়ের কথা বলে বিশ্ববিদ্যালয় থেকে বাসটি নিয়েছেন আইবিএসের মালি আক্তার আলী। তবে বাসটি তিনি ছেলের বিয়ের জন্য অনুমতি নিলেও তা ব্যবহার হচ্ছে তার নাতি বিনোদপুরের শান্ত ট্রেইলার্সের মালিক শান্তর বিয়েতে।
 
তবে বিশ্ববিদ্যালয় পরিবহন দফতর প্রশাসক প্রফেসর মোহা. মাইনুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিয়ে কিংবা তাদের সন্তানদের বিয়ের কাজে বাস ব্যবহারের একটি নীতিমালা রয়েছে। তবে সেটি সিটি কর্পোরেশনের ভেতরে বিয়ে হলে বাসের তেল ও চালকের খরচ দিয়েই কেবল সেই বাস ভাড়া নেয়া যাবে। আর এটি ছুটির দিন ব্যতীত অন্য কোনো দিন দেয়া যাবে না।

Rabe

এদিকে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন বাহিরে অন্য কাজে ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের সেকশন অফিসার মো. আহসান হাবিব বলেন, আইবিএসের মালি আক্তার আলী মির্জাপুর থেকে মোহনপুরে তার ছেলের বিয়ের জন্য বাসটি নিয়েছেন। তিনি আইবিএসের পরিচালকের থেকে এ বিষয়ে অনুমতি নেয়ার পরই পরিবহন দফতর থেকে তাকে বাস দেয়া হয়েছে। তিনি কি কাজে বাসটি ব্যবহার করছেন তা আমার জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পরিবহন দফতরের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস বিয়ের কাজে ব্যবহার করাটা আসলেই ভালো দেখায় না। যেহেতু একটি নিয়ম আগে থেকেই চলে আসছে তাই বিশ্ববিদ্যালয়ের বাস কাউকে দেয়ার আগে অবশ্যই সব বিষয় খোঁজ নেয়া প্রয়োজন। কারা কি কাজে বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহার করছে তা সঠিকভাবে না জেনে দেয়া ঠিক নয়।

রাশেদ রিন্টু/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।