মারা গেলেন আহত নির্মাণ শ্রমিক
সাভারে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থানে নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত নির্মাণ শ্রমিক মোতালেব মিয়া মারা গেছেন। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থানীয়রা জানান, গত বুধবার আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডের দীন মুহাম্মদ মজুমদারের বাড়ির নির্মাণ কাজ করার সময় সেন্টারিং-এর বাঁশ নামানোর সময় উচ্চক্ষমতা সম্পূর্ণ বিদ্যুতের তারের সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাকে স্থানীয় গণি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, বাড়ির মালিক দীন মোহাম্মদ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে নিহত ওই শ্রমিক তার বাড়িতে কোন কাজ করেনি বলে জানান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলেই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এ নিয়ে গত একবছরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ মারা গেছেন চারজন, আর অকালে পঙ্গুত্ববরণ করেছের অারো তিনজন।
মো. আল-মামুন/এসকেডি