সরস্বতী পূজায় মানুষের ঢল


প্রকাশিত: ১০:০৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম একটি হলো সরস্বতী পূজা। প্রতিবছর সরস্বতীর পূজার দিনটিতে মণ্ডপের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলে দেবীর আরাধনা। রাজধানী ঢাকায় সরস্বতী পূজার মূল আকর্ষণটা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলকে ঘিরে।  

প্রতিবছরের মতো এবারও জগন্নাথ হল মন্দিরে দেবী আরাধনার সব আয়োজন করা হয়েছে। সকাল থেকেই তাই হলের খেলার মাঠে ছিল মানুষের ঢল। এ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের হলেও বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে তা এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উৎসবে পরিণত হয়েছে।  

শনিবার জগন্নাথ হল মন্দিরে স্বরসতী পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সোয়া ৯টায় ‘শ্বেতশুভ্র বসনা জ্ঞানদায়িনী দেবী’ সরস্বতীর পূজা অর্চনার মধ্য দিয়ে। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম জানান ‘বিদ্যার দেবী’ সরস্বতীকে।

পূজা উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয় ঐতিহ্যবাহী জগন্নাথ হল খেলার মাঠ। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তৈরি করেছেন বিশাল আকৃতির একটি প্রতিমা; যা স্থাপন করা হয় হলের পুকুরের ঠিক মাঝখানে। এছাড়াও খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৬৩টি বিভাগ ও অনুষদের পক্ষ থেকে স্থাপন করা হয় পূজামণ্ডপ। পূজা উদযাপনের আয়োজন ছিল পাঁচটি ছাত্রী হলেও। সন্ধ্যায় এসব হলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মিরপুর থেকে জগন্নাথ হলের এই আয়োজন দেখেতে এসেছিলেন সানিয়া আক্তার। তিনি বললেন, ‘পূজা উপলক্ষে গত দুইবারও এসেছি এখানে। এবারও এলাম। হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও এটাতো সবার উৎসব। তাই এদিন এখানে না আসলে ভালো লাগে না।’

এমএইচ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।