সুন্দরবন দিবস আজ
আজ সুন্দরবন দিবস আজ। প্রত্যেক বছরের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে এদিনটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে খুলনা মহানগরীর জাতিসংঘ শিশু পার্কে স্কুলভিত্তিক শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
এবারের সুন্দরবন দিবসের প্রধান আকর্ষণ হলো খুলনা মহানগরীর নির্বাচিত ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের চার শতাধিক ছাত্র-ছাত্রীর প্রত্যক্ষ অংশগ্রহণ। ছাত্র-ছাত্রীরা স্কুলভিত্তিক অংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে ‘সুন্দরবন সংরক্ষণে আমার ভাবনা’ ধারণাটি রং-তুলিতে ফুটিয়ে তুলবে যাতে সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের চিন্তা-চেতনা এবং দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়।
এসকেডি/আরআইপি