ইনটেনসিভ কেয়ারে আছে গণতন্ত্র : শাহ মোয়াজ্জেম


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন,  যে দেশে ইসলাম ধর্মের আলোচনা করতেও পুলিশের প্রয়োজন হয় সে দেশে বাঁচতে চাই না। দেশের গণতন্ত্র মৃত্যুশয্যায়। গণতন্ত্র এখন ইনটেনসিভ কেয়ারে আছে।

বিএনপির কাউন্সিল উপলক্ষে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আশির দশকের ১০১ জন ছাত্রনেতা আয়োজিত গোলটেবিল বৈঠকে শাহ মোয়াজ্জেম এ কথা বলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন,‘ রাষ্ট্রদোহ মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে নয় মামলা হওয়া উচিত ছিল যারা বিডিয়ার হত্যার মত জগণ্য হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে।  এই হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে কোথায় তার আলোচনা হয়েছে সবই আমি জানি। কিন্তু এই মূহূর্তে বলবো না, সেই দিন আসেনি, সময় এলেই সব বলে দেব, এক এক করে সব নাম বলে দিব।

যে আইনজীবী বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সে সঠিকভাবে ‘রাষ্ট্রদ্রোহ’ লিখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘এদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কার নির্দেশে এরা দলীয় প্রতীকে স্থানীয় ইউনিয়েন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নেয়। এতে দেশে গৃহযু্দ্ধ, হানাহানি লেগে যেতে পারে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলা মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও রুগ্ন গণতন্ত্র শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সমন্বয়কারী সরওয়ার আজম খানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন,আশির দশকের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নজরুল হক নান্নু,আবু তাহের তালুকদার, সাইফুদ্দিন খাঁন,অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা আশরাফ উদ্দীন বকুল, দেশ বাঁচও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কাজী রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এমএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।