জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিরুদ্ধে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের বিরুদ্ধে সমন নোটিশ জারির আদেশ প্রদান করেছেন।
রোববার বিকেলে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়গত ১৫ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘আখের গোছাতে ব্যস্ত তারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটির এক অংশে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলীকে জড়িয়ে সংবাদটি প্রকাশ করায় বাদীর সুনাম ক্ষুণ্ন ও মানহানি হয়েছে। যার মূল্য ১ কোটি টাকা বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
মামলায় আসামিরা হলেন, সম্পাদক নঈম নিজাম, বার্তা সম্পাদক মাসুদ চৌধুরী, প্রকাশক ময়নাল চৌধুরী ও জয়পুরহাট প্রতিনিধি মাজেদ রহমান।
জয়পুরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল বাহার মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন নোটিশ জারির আদেশ প্রদান করেছেন।
জয়পুরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদুজ্জামান/এআরএ/এমএস