স্কুলছাত্রীর ব্যাগ থেকে ফেনসিডিল উদ্ধার
ফাইল ছবি
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ এক স্কুলছাত্রীর ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রী ছিল মুরশিদা মেজবা (১২) নামের ওই শিশু। তার বাড়ি সাতক্ষীরার কুলা গ্রামে। বাবার নাম এসএম মেজবা উদ্দিন।
গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জাগো নিউজকে বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঈগল পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ছাত্রীর ব্যাগে ফেনসিডিলগুলো পাওয়া যায়। মেজবা সাতক্ষীরার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
তিনি আরও বলেন, আটকের পর থেকেই মেয়েটি কান্নাকাটি করছে বলে পুলিশ ফেনসিডিলের বিষয়ে এখনো বিস্তারিত জানতে পারেনি। তাদের ধারণা শিশুটির বাবা হয়তো মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কৌশলগত কারণে সে শিশু মেয়েকে ব্যবহার করছে।
বি.এম খোরশেদ/এসএস/এমএস