প্রাণ আপ কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পেলেন ৬ ভাগ্যবান
কোমল পানীয় প্রাণ আপ কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পেলেন ছয় ভাগ্যবান। বিজয়ীরা হলেন পাবনার সাইফুল ইসলাম, ময়মনসিংহের তামজিদুল, চট্রগ্রামের বিকাশ মজুমদার, ঝালকাঠির রুহুল আমিন, সিলেটের গিয়াস উদ্দিন ও ঢাকার আলী হোসেন।
সোমবার রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বিমানের টিকিট তুলে দেন প্রাণ বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. আতিকুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস।
উল্লেখ্য, প্রাণ এর কোমল পানীয় প্রাণ আপের ২৫০ ও ৫০০ মিলিলিটার এবং এক ও দুই লিটার বোতলে এ অফার প্রযোজ্য ছিল। বোতলের লেবেলে নির্দিষ্ট স্থান স্ক্র্যাচ করে ক্রেতারা থাইল্যান্ড ভ্রমণসহ এলইডি টিভি, মোবাইল ফোন, নগদ টাকা ও টি শার্টসহ অসংখ্য পুরস্কার লাভ করেছেন।
থাইল্যান্ড ভ্রমণের টিকিট ছাড়া অন্য পুরস্কারগুলো ইতোমধ্যে বিজয়ীদের মাঝে প্রদান করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রাণ বেভারেজ লিমিটেড এর উদ্যোগে গত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এই অফার চালু ছিল।
আরএম/এআরএস/এমএস