ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে অনেক পণ্য ও যাত্রীবাহী যানবাহন।

সোমবার বেলা ১১টার দিকে কুবির শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে মহাসড়কের কোটবাড়ি-নন্দনপুর বিশ্বরোডে অবস্থান নেয়। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের উভয় পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের পর ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশের একটি দল।

এ বিষয়ে কোটবাড়ী ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, আমরা অবরোধ সরানোর চেষ্টা করছি।

ঘটনাস্থল থেকে কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার মুঠোফোনে জানান, অবরোধ তুলে নেয়ার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ঝাউতলায় কুবির ৬নং বাসে হামলা করে বহিরাগত এক যুবক। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে আক্তারুজ্জামান নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।