শাহরাস্তি পৌর নির্বাচনে ১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত
ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার দুপুর দেড়টার দিকে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো. আতাউর রহমান এ নির্দেশ দেন।
এর আগে শাহরাস্তি পৌরসভা নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয় এবং পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়।
ইকরাম চৌধুরী/এসএস/এমএস