পূজা উদযাপন পরিষদের সভাপতিকে আইনি নোটিশ


প্রকাশিত: ১০:০৩ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথকে আইনি (উকিল) নোটিশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোর্শেদ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি। মনজিল মোর্শেদ বলেন, গত ৯ জানুয়ারি পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রকাশ করেন। তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে ওই নোটিশে।

আগামী সাত দিনের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত তার বক্তব্য প্রত্যাহার করে বিবৃতি প্রচার ও ক্ষমা প্রার্থনার জন্য বলা হয়েছে নোটিশে। তা না হলে ফৌজদারি ও দেওয়ানি আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মনজিল মোর্শেদ।

নোটিশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাজল দেবনাথ মন্ত্রী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দিনাজপুরের পার্বতীপুরে সংখ্যালঘুদের জমি দখল, অত্যাচার ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। অথচ যে সম্পত্তি দখলের অভিযোগ আনা হয়েছে, তা সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় ২০০৯ সালের ৭ জানুয়ারি ভেস্টেড (পরিত্যক্ত) প্রোপার্টির তালিকা থেকে অবমুক্তি দেয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৫ জুন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেয়া হয়। কিন্তু কাজল দেবনাথ গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে মন্ত্রীর মানসিক, আর্থিক ও সামাজিক ক্ষতি করেছেন। যার পরিমাণ ৫০ কোটি টাকা।

এফএইচ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।