ছিনতাইকারীকে ধাওয়া করে পোশাককর্মীর মোবাইল উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০২২
উদ্ধার করা মোবাইল সোনিয়ার হাতে তুলে দিচ্ছেন পুলিশ সার্জেন্ট জহিরুল ইসলাম

সোনিয়া একজন পোশাককর্মী। কাজ শেষে ফিরছিলেন বাসায়। কিন্তু বাড়ি যাওয়ার আগেই পড়েন বিপদে। চট্টগ্রাম ইপিজেড পুলিশ বক্সের সামনে তার হাতে থেকে মোবাইলটি ছিনিয়ে দৌড় দেন এক যুবক। এসময় সোনিয়া চিৎকার করেন।

চিৎকার শুনে ইপিজেড মোড়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ওই যুবককে ধরে ফেলেন। এরপর তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে ফিরিয়ে দেন সোনিয়ার হাতে। হাফ ছেড়ে বাঁচেন সোনিয়া।

মোবাইলটি ফিরে পেয়ে ট্রাফিক সার্জেন্ট ও সিএমপি ট্রাফিক বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই পোশাককর্মী।

Mobile-2.jpg

এই যুবককে ধাওয়া করে ধরেন পুলিশ সার্জেন্ট জহিরুল ইসলাম

পুলিশ বলছে, মোবাইল ছিনিয়ে নেওয়া যুবকের নাম রিফাতুল ইসলাম (২৪)। তিনি পটুয়াখালীর গলাচিপার বাদশা মিয়া খলিফার ছেলে।

সিএমপির ট্রাফিক-বন্দর বিভাগের সার্জেন্ট (প্রসিকিউশন) মেহেদি হাসান লরেন্স বলেন, ইপিজেডের পোশাক কারখানা জেড অ্যান্ড জেড ইন্টিমেট লিমিটেডের সুপারভাইজার সোনিয়া। মঙ্গলবার রাতে অফিসের কাজ শেষে ইপিজেড পুলিশ বক্সের সামনে দিয়ে মাইলের মাথাস্থ বাসায় ফিরছিলেন তিনি। কিন্তু যাওয়ার পথে রিফাতুল কৌশলে সোনিয়ার হাতে থাকা মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালাতে থাকেন। এসময় ওই নারীর চিৎকার শুনে সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান। পরে মোবাইলটি উদ্ধার করে সোনিয়ার হাতে তুলে দেন জহিরুল।

ইকবাল হোসেন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।