কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে সুপ্রিম কোর্টের পরামর্শ বাধ্যতামূলক


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশে ভ্রমণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে চলার বিষয় নিশ্চিত করতে বলেছেন সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বিচার বিভাগীয় কমকর্তাদের সুপ্রিম কোর্ট, আইন মন্ত্রণালয়, সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন বা অন্য কোনো বিভাগে প্রেষণে নিয়োগ করা হলেও তারা বিচার বিভাগীয় কর্মকর্তা হিসেবে থাকেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, এরূপ নিয়াগপ্রাপ্তদের চাকরির শর্তাবলি, বিদেশ ভ্রমণ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এর ব্যত্যয় আইন, বিধি-বিধান ও শৃঙ্খলা পরিপন্থী এবং অসদচারণের শামিল।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন বলেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণসহ অন্যান্য ব্যাপারে সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। এর ব্যত্যয় আইন, বিধি-বিধান ও শৃঙ্খলা পরিপন্থী এবং অসদচারণের শামিল। তাই বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তি এবং বিচারিক হাকিমদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির ওপর নিযুক্ত এবং তা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে প্রযুক্ত হয়ে আসছে।

বিচার বিভাগীয় কর্মকর্তাদের যাবতীয় বিষয় (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরী, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধান, বিদেশ গমন ইত্যাদি) বিষয় উপযুক্ত কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে।

এফএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।