বিকেলের যানজট রাতেও তীব্র


প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

রাত সাড়ে ৯টা। ঢাকায় যাকে বলে সবে সন্ধ্যা। এমন সন্ধ্যার চিত্র সবারই জানা। রাস্তায় বেড়নো যেন দায়। গাড়ির চাকা ঘোরে বটে, তবে পিঁপড়ে গতিতে। যার গাড়ি নেই, তার উপায় বাঁদরঝোলা। আজ বাঁদরঝুলেও যেন রক্ষা নেই। যানজটে আটকে পড়েছে ঢাকা। সোমবার বিকেলে ১৪ দলের মানববন্ধন কর্মসূচির কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধ বিষয়ে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে আজ ঢাকার ১৪টি স্পটে মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দল।

বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার গাবতলী, রাসেল স্কোয়ার, বসুন্ধরা সিটি, হোটেল সোনারগাঁ, শাহবাগ, মৎস্যভবন, পল্টন জিরো পয়েন্ট, ইত্তেফাক মোড়, হাটখোলা, সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

মানবন্ধন কর্মসূচিতে ব্যাপক সমাবেশ ঘটে নেতাকর্মীদের। দুপুরের পর থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে থাকে তারা। অনেক জায়গায় রাস্তা দখল করে মানববন্ধন করতে দেখা যায় ১৪ দলের নেতাকর্মীদের।

এতে দুপুরের পর থেকেই যানজট সৃষ্টি হতে থাকে বিভিন্ন পয়েন্ট। বিকেল হতে না হতেই, তা যেন তীব্র হয়। বিকেলে সৃষ্টি হওয়া অমন যানজট শেষ হয়নি রাত ৯টাতেও।

বগুড়া থেকে ঢাকায় এসেছেন খোকন নামের এক ব্যক্তি একটি ওষুধ কোম্পানিতে প্রশিক্ষণ নিতে। যানজটের কারণে বনানী থেকে হেঁটে এসেছেন। তিনি বলেন, ঢাকায় এমন যানজট কখনো দেখিনি।

এএসএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।