বইমেলায় রায়ান নূরের গল্পগ্রন্থ কোহেকাফের সলতে


প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

রায়ান নূর তরুণ কবি ও কথাসাহিত্যিক। তিনি বিভিন্ন পত্র-পত্রপত্রিকায় কবিতা, গল্প, প্রবন্ধসহ গবেষণামূলক লেখালেখি করে পাঠকমহলের নজর কেড়েছেন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নরত। এছাড়াও তিনি তিনটি লিটলম্যাগের সম্পাদনা সহযোগী হিসেবে আছেন।

২০১৫ সালে প্রকাশিত তার সায়েন্স ফিকশন গ্রন্থ ‘বেনসন সাহেবের বৈজ্ঞানিক কারখানা’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। এবারের অমর একুশে গ্রন্থমেলায় বিভিন্ন আঙ্গিক আর প্রেক্ষাপটের আঠারোটি গল্প নিয়ে প্রকাশি হয়েছে `কোহেকাফের সলতে`। বইটির প্রচ্ছদ করেছেন আফসার নিজাম। বইটি প্রকাশ করেছে গ্লোব লাইব্রেরী ,স্টল নং- ১৯৬। বইটির মূল্য ১৬০ টাকা।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।