সময় ও ব্যয় বাড়ছে ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের
আবারো ব্যয় বাড়ল ঢাকা চট্টগ্রাম চার লেন প্রকল্পের। এবার ব্যয় বেড়ে দাঁড়াল ৩ হাজার ৮১৬ কোটি ৯৪ লাখ টাকা। বিদ্যমান ব্যয় ছিল ৩ হাজার ১৯০ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশ।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এর অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে-বাংলা নগরে সভাটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সময় ও নতুন করে জমি অধিগ্রহণ করায় ব্যয় বেড়েছে। এটা অযৌক্তিক নয়।
তিনি জানান, প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রকল্পটি চলতি বছরের জানুয়ারিতে শেষ হবার কথা ছিলো। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে বলে আসছেন, মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
জানা গেছে, এবার প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। এর মাধ্যমে প্রকল্পটির ব্যয় বাড়ল ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা।
জানা গেছে, সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়িত হচ্ছে। রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে এটি করা হচ্ছে। ২০০৫ সালে প্রথম একনেক সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়। ১৯২ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয় ২ হাজার ১৬৮ কোটি ৩৮ লাখ টাকা।
এসএ/এআরএস/এসকেডি/আরআইপি