নিষ্ঠুর বাবা-মা!
শিশুটির শরীরে অপুষ্টির ছাপ। কঙ্কাল সাড় দেহ নিয়ে রাস্তায় পড়ে আছে। দুই বছর বয়সী নাইজেরিয়ার অভূক্ত এই শিশুটিকে পানি পান করাচ্ছেন একটি দাতব্য সংস্থার একজন নারী কর্মী। যাদুকর অভিযোগে এই কঙ্কালসাড় শিশুটিকে রাস্তায় ফেলে গেছে তার পরিবার।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আট মাস আগে যাদুকর অভিযোগে শিশুটিকে রাস্তায় ফেলে দেয় তার পরিবার। গত ৩১ জানুয়ারি শিশুটিকে নগ্ন অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা যায়। ডেনমার্কের একজন নারী ওই শিশুটিকে উদ্ধার করেন। শিশুটির নাম রাখা হয়েছে হোপ। 
সে সময় হোপের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। লোভেন নামের ওই নারী তাকে খাওয়াতে শুরু করেন এবং তার বোতল থেকে পানি দেন। এরপর তিনি অজ্ঞাত এবং অসুস্থ্য এই শিশুটিকে কম্বলে মুড়িয়ে পাশের একটি হাসপাতালে নিয়ে যান।
আফ্রিকান চিলড্রেনস এইড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামক দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা লোভেন। যেসব শিশুকে যাদুকর অভিযোগে বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয় তাদের সহযোগিতা করার জন্য তিন বছর আগে তিনি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, হাজার হাজার শিশুকে যাদুকরের অপবাদ দেওয়া হচ্ছে; আমরা নির্যাতিত শিশু, মৃত শিশু ও আতঙ্কিত শিশুদের দেখেছি।
এই স্ট্যাটাসের সঙ্গে তিনি ওই শিশুটির একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তার চিকিৎসা সহায়তায় সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। লোভেন বলেন, হোপের অবস্থা বর্তমানে স্থিতিশীল। সে নিজেই খাচ্ছে, ওষুধ খাওয়ার পর তার অবস্থার উন্নতি হচ্ছে।
এসআইএস/এমএস