মেরিটাইম সেক্টরকে রক্ষার দাবি


প্রকাশিত: ০৮:০৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ মেরিটাইম সেক্টরকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছে এক্স ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন একাডেমি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা প্রাককালে ১৯৬৪ সাল থেকে ৫০ বছর ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মেরিটাইম সেক্টরের অবদান অনস্বীকার্য। বাংলাদেশে বর্তমানে ৫ হাজারের বেশি মেরিন অফিসার, ইঞ্জিনিয়ার এবং ৩ হাজার ৭শ` অন্যান্য নাবিক রয়েছে। যারা অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দেশি-বিদেশি জাহাজে কাজ করে যাচ্ছেন। দেশের অর্জিত বৈদেশিক মুদ্রার শতকরা ১৪ ভাগ যোগান দেয় উত্তাল সমুদ্রের সঙ্গে যুদ্ধ করে এ নাবিকরা। কিন্তু  বর্তমানে মেরিটাইম সেক্টর স্বরণকালের সবচেয়ে দুঃসময় অতিক্রম করছে।

বর্তমানে প্রায় ১ হাজার ক্যাডেট, প্রায় ৭শ` জুনিয়র অফিসার, ইঞ্জিনিয়ার এবং ২৫শ` রেটিংস নাবিক কর্মহীন অবস্থায় নাজুক পরিস্থিতিতে দিন যাপন করছেন বলেও জানান তারা।

তারা আরো বলেন, এ পরিস্থিতি আরো দুই-তিন বছর আগে সৃষ্টি হয়েছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সমস্যা সমাধানের পরিবর্তে আরো ঘনীভূত হচ্ছে। এমতাবস্থায়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমারা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না।

মানববন্ধনে এক্স ক্যাডেটস অব বাংলাদেশের সদস্যরা অংশ নেয়।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।