সূচক পতনে লেনদেন শেষ


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে সূচকের পতন হলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়লেও সিএসইতে কমেছে।  

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১৫ কোটি টাকা বেশি। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি টাকা।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ১৮ পয়েন্ট কমে চার হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১৫৪ টির, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত আছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স দশমিক ৭০ পয়েন্ট কমে ৮ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২৫ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭৩৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২ পয়েন্ট কমে ১৪ হাজার ১৩৫ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯৮৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত আছে ৫০টি কোম্পানির শেয়ার। টাকার অংকে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৬ লাখ টাকা।

এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।