যুদ্ধাপরাধীদের প্রতিবেদন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হবে
যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের কাজ চলছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের (নওগাঁ-৬) টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে বিশ্বব্যাপী প্রচারণার ফোকাল পয়েন্ট হিসেবে আমরা বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের মাধ্যমে বিদেশি রাষ্ট্রের সরকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক গণমাধ্যমসমূহের সঙ্গে যুদ্ধাপরাধ সংক্রান্ত বিচারের পক্ষে ইতিবাচক জনমত গড়ার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের কাজও চালিয়ে যাচ্ছি।
এইচএস/একে/পিআর