কেরানীগঞ্জে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৪ নভেম্বর ২০২২
কেরানীগঞ্জ থেকে এই তিনজনকে গ্রেফতার করে র‌্যাব

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলেন মো. সালাউদ্দিন (৪৫), মো. আব্দুল আলিম (৪০) ও ৩. মোঃ ফয়সাল করিম (৩৪)। র‌্যাব বলছে, এরা সবাই মাদক কারবারি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ, ইকুরিয়া ও তেঘরিয়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে আনুমানিক ৯৭ লাখ টাকা মূল্যের ৯৭০ গ্রাম হেরোইনসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ও নগদ ৪৬০ টাকা উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

র‌্যাব-১০ জানায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা করা হচ্ছে বলেও জানায় র‌্যাব।

আরএসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।