রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় আহত ৬ জন ঢামেকে ভর্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
তারা হলেন— মোছা. জুলেখা খাতুন (৪৭), মোছা. সাজেদা বেগম (৫০), মো. রাব্বি (১২), রাইসা (৫), আমেনা (৭), তানহা হাসান (২০)।
বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।
তাদের ঢামেক হাসপতালে নিয়ে আসা পথচারী হানিফ জাগো নিউজকে জানান, রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। অটোরিকশাটিতে দুই নারী ও চারজন শিশু ছিল। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন- এক শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম