মন্ত্রীদের অভিজ্ঞতা নিয়ে সংসদে প্রশ্ন
বর্তমান সরকারের মন্ত্রিসভায় থাকা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে জাতীয় সংসদে। বুধবার বিকেলে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ মন্ত্রীদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। এই সুযোগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফিরোজ রশীদ প্রশ্ন করেন, মাননীয় প্রধানমন্ত্রী বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে পর্যটন মন্ত্রণালয় আলাদা করা হবে কি না। এছাড়া বিমান ও পর্যটন বিষয়ে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা এই মন্ত্রণালয়ের মন্ত্রী।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিজ্ঞতা নিয়ে কেউ মন্ত্রী হন না। মাননীয় সংসদ সদস্য যিনি এই প্রশ্ন করেছেন তিনিও সংসদ সদস্য হয়েছেন। তিনি কিন্তু অভিজ্ঞতা নিয়ে এখানে আসেন নি।
তিনি বলেন, অভিজ্ঞতা দায়িত্ব পালনের মধ্য দিয়ে গড়ে উঠে। আর এখন নতুন মন্ত্রী নিয়োগেরও কোনো পরিকল্পনা আমাদের নেই।
পর্যটন মন্ত্রণালয়কে আলাদা করা হবে কি না এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিমান ও পর্যটনের মধ্যে সংযোগ রয়েছে। চট্টগ্রাম, সিলেটে আন্তর্জাতিক বিমান বন্দর করা হয়েছে। কক্সবাজারে বিমানবন্দর উন্নত করা হচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, নেপাল, ভূটান, চীন ও ভারতের সাথে পর্যটন বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া হয়েছে।
এইচএস/এসএইচএস/এবিএস