আসবাব শিল্প ও তৈরি পোশাক খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক
দেশের আসবাব শিল্প, তৈরি পোশাক, নির্মাণ শিল্পসহ বেশ কিছু খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দেশটির সফররত বাণিজ্য প্রতিনিধিদলকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে বিনিয়োগের আহ্বান জানালে এ আগ্রহের কথা জানান তারা।
বুধবার ফেডারেশন ভবনের সভাকক্ষে স্বাক্ষাৎকালে তুরস্কের সফররত বাণিজ্য প্রতিনিধিদলকে এ আহ্বান জানান এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।
এসময় তিনি দেশের নির্মাণখাত এবং টেক্সটাইল, পিভিসি পাইপ ইত্যাদি শিল্পখাতে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তুরস্ক-বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় তুরস্ক বাণিজ্য প্রতিনিধিদল দেশের নির্মাণ শিল্প খাত, আসবাবশিল্পসহ বেশ কিছু খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিদল বাংলাদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি ও বাংলাদেশে তুরস্কের বিভিন্ন সম্ভাবনাময় পণ্য রফতানির বিষয়ে আলোচনা করেন।
তুরস্কের ব্যবসায়ী নেতারা দুদেশের বিদ্যমান বাণিজ্য আরও সুদৃঢ়করণের লক্ষ্যে বাংলাদেশের ব্যবসায়ীদের তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।
আলোচনা শেষে দুদেশের সম্ভাবনাময় খাতের প্রতিনিধিত্বকারী ব্যবসায়ীদের সঙ্গে ওয়ান টু ওয়ান সভা অনুষ্ঠিত হয়।
সভায় এফবিসিসিআই পরিচালকবৃন্দ এবং এফবিসিসিআই অধিভুক্ত বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ, ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশ তুরস্কে ৭২ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। এর বিপরীতে তুরস্ক থেকে ১৫ কোটি ৮৯ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে।
বাংলাদেশ তুরস্কে মূলত পাট ও পাটজাত পণ্য, নিটওয়্যার ও ওভেন পোশাক এবং সিরামিকসহ অন্যান্য পণ্য রফতানি করে থাকে।
এসআই/একে/এবিএস