রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি


প্রকাশিত: ০৬:৫২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

রেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি দুর্নীতি-ভুলনীতি, অপচয় বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, রেল চলে ডিজেল দিয়ে। তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার থেকে কমে ২২ ডলারে নেমে এসেছে। রেলের ১২ হাজার একর জমি অবৈধ দখলদারের হাতে। ২৩টি মন্ত্রণালয় ও সংস্থার কাছে রেলের ১২ হাজার ৬১০ কোটি টাকা পাওনা। এসব বিবেচনা করলে রেলের ভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিকতা কি আছে?

তারা বলেন, সড়ক পথের তুলনায় চার ভাগের এক ভাগ জ্বালানি খরচ করে রেলে পণ্য পরিবহন করা যায়। তা সত্ত্বেও রেলের পণ্য পরিবহন কমছে কেন? বিদেশি ঋণ ও পরামর্শে রেলকে ব্যয়বহুল ও বেসরকারিকরণ করে লোকসানের পরিমাণ বাড়ানো হচ্ছে কেন? এসবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্যই সিপিবি বাসদ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

দাবি আদায়ে রেলমন্ত্রণালয়ের সামনে আজকের বিক্ষোভ এবং ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি জেলায় জেলায় রেল স্টেশনে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বানও জানান বক্তারা।

কমরেড শাহিন আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খলিকুজ্জামান, কেন্দ্রীয় নেতা বজলুল রশিদ ফিরোজ প্রমুখ।

এএস/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।