ড.জোহার আদর্শ আমাদের ধারণ করতে হবে


প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, `ড. জোহা শিক্ষার্থীদের বাঁচাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিলেন। নিজের জীবনের বিনিময়ে তিনি শিক্ষার্থীদের রক্ষা করেছিলেন। আত্মত্যাগের যে আদর্শ তিনি আমাদের মাঝে রেখে গিয়েছিলেন সেটা আমাদের ধারণ করতে হবে।`

বৃহস্পতিবার বেলা ১১ টায় রাকসু ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জোহা দিবস উপলক্ষে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

তিনি আরও বলেন, আজ অনেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শুধু সাংবাদিকরায় পারেন তাদের লেখনির মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে। এ সময় তিনি প্রগতিশীল চর্চার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এ সময় রিপোটার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাশেদ রিন্টু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।